মালদা

১২ লক্ষ টাকা ব্যায়ে সুভাষ মোড় থেকে গুজর ঘাট পর্যন্ত ঢালাই রাস্তার কাজের শিলান্যাস

পুরাতন মালদা মহিষবাথানী অঞ্চলের সুভাষ মোড় থেকে গুজর ঘাট পর্যন্ত রাস্তা প্রায় ২০ বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল। দীর্ঘদিন ধরে  সেই এলাকার মানুষদের দাবি ছিল এই রাস্তাটি মেরামত করা হক। আর সোমবার ওই সমস্ত এলাকার মানুষদের দাবি পুরোন হল। এদিন সুভাষ মোড় থেকে গুজর ঘাট পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাকে ঢালাই রাস্তা করার কাজের শিলান্যাস করা হয়। মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে NREGS প্রকল্প থেকে ছয় লক্ষ টাকা এবং পঞ্চায়েত থেকে ছয় লক্ষ টাকা অর্থাৎ মোট ১২ লক্ষ টাকা ব্যায়ে এই ঢালাই রাস্তার কাজের সূচনা হয় এদিন। সোমবার এই রাস্তার কাজের শিলান্যাস করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ডঃ মোয়াজ্জেম হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন সভাধিপতি সরলা মুরমু, পুরাতন মালদার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিভূতি ভূষণ ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। ঢালাই রাস্তার কাজের সুচনায় খুশি এলাকাবাসীরা।